আপনার ফেসবুক আইডিতে যদি এমন কোনো নাম ব্যবহার করেন যা কিনা কখনই একটা মানুষের নাম হতে পারেনা। এরকম আইডি সাধারণত Name Lock খায়। কখনও কেউ যদি Fake name ইস্যুতে রিপোর্ট করে তাহলে ফেসবুক আপনাকে আপনার নামটা রিয়াল কিনা এই মর্মে প্রশ্ন করবে। নিচের চিত্রের মতো করে শুরু হবে। অপসন দেওয়া হবে ২টা। প্রশ্ন করা হবে নামটা আসলে আপনার সত্যিকার নাম কিনা?
1. Yes 2. No
আপনি কিন্তু এখান থেকে No অপসন সিলেক্ট করে আপনার নামটি পরিবর্তন করে আপনার অরজিনাল নাম বা মানুষের নাম যেমন হয় এরকম নাম দিলে কিন্তু খুব সহজেই আইডিটা আনলক করে নিতে পারেন।
ভুল আসলে হয় এখানেই। Yes অপসন সিলেক্ট করে ফেলি আমরা। তারপর ফেসবুক এবার বলে, এটা যে আপনার সত্যিকারের নাম তা প্রমাণ করেন ভোটার আইডি কার্ড বা জাতীয় অথবা আন্তর্জাতিক স্মীকৃত কোনো ডকুমেন্ট দিয়ে। নিচের চিত্রের মতো।
ভুল আসলে হয় এখানেই। Yes অপসন সিলেক্ট করে ফেলি আমরা। তারপর ফেসবুক এবার বলে, এটা যে আপনার সত্যিকারের নাম তা প্রমাণ করেন ভোটার আইডি কার্ড বা জাতীয় অথবা আন্তর্জাতিক স্মীকৃত কোনো ডকুমেন্ট দিয়ে। নিচের চিত্রের মতো।
আমরা এখানেও আবার ভুল করে বসি। একটা ফেক ভোটার আইডি কার্ড বানিয়ে তিনবার বসিয়ে সাবমিট করে ফেলি। কেউ আবার তিনটা বানিয়ে সাবমিট করি। এই গেলো...
এবার নিচের মতো ইন্টারফেস আপনি যতোবারই লগিন করবেন এরকম দেখবেন। পারমানেন্ট Logout Problem হয়ে গেল। এরকম হয়ে যাওয়াী পর আইডি কিভাবে রিকভার করতে হবে তা না হয় পরে আলোচনা করা যাবে। আজকে আলোচনা করব উপরের চিত্রের মতো ৩টি ডকুমেন্ট চাইলে আমরা কি করব?
এবার নিচের মতো ইন্টারফেস আপনি যতোবারই লগিন করবেন এরকম দেখবেন। পারমানেন্ট Logout Problem হয়ে গেল। এরকম হয়ে যাওয়াী পর আইডি কিভাবে রিকভার করতে হবে তা না হয় পরে আলোচনা করা যাবে। আজকে আলোচনা করব উপরের চিত্রের মতো ৩টি ডকুমেন্ট চাইলে আমরা কি করব?
মনে করুন আপনার আইডির নাম "অচেনা মন"। এখন কখনই সাবমিটের সময় এই নামে Fake Documents বানিয়ে সাবমিট করবেন না। বরং আপনি একটি রিয়াল ডকুমেন্ট সাবমিট করুন। আপনার না থাকে, আপনার আব্বু বা আম্মুর ভোটার আইডি কার্ড সাবমিট করবেন। এখন আইডি আনলক হবে আপনার আব্বু বা আম্মুর নামে। পরে Settings থেকে যেয়ে আপনার নাম দিয়ে দিবেন। সমাধান হয়ে গেল।
এবার আসি তিনটি Choose file অপসনে কিভাবে Document attach করবেন। আগে কার্ডের তিনটি পিক তুলে নিন।
এবার আসি তিনটি Choose file অপসনে কিভাবে Document attach করবেন। আগে কার্ডের তিনটি পিক তুলে নিন।
১. টেবিলের উপরে রেখে হাত না দিয়ে পিক উঠান২. হাতে ধরে একটা পিক উঠান৩. এমন ভাবে একটা পিক উঠান (Face holding) যাতে আপনার চেহারা এবং কার্ডের লেখা স্পষ্টভাবে দেখা যায় জুম না করে। ডেমো দেখতে কিক করুন এখানে
এখন প্রথম বক্সে Upload করুন টেবিলে তোলা পিকটা। দ্বিতীয় বক্সে আপনার হাতে নেওয়া পিক। আর তৃতীয় বক্সে চেহারা সহ পিক (Face holding) পিক এটাচ করুন। তারপর সাবমিট করে সোজা লগআউট করুন এবং ২৪ ঘন্টা অপেক্ষা করুন। এর মাঝে ইমেইল আসবে একটা। ইমেইল আসার পর আইডিতে লগিন করে Update Name অপসনে ক্লিক করুন। তারপর Go to news feed এ ক্লিক করলেই আনলক হয়ে যাবে আপনার আইডি।
এখানে একটা কথা ছাড়া পড়েছে তা হলো, যে কার্ডটি আপনি সাবমিট করলেন, তার জন্মতারিখ আর আপনার আইডিতে যে জন্মতারিখ দেওয়া আছে এই ২টা Same হতেই হবে এমনটি নয়। Document এর সাথে Facebook আইডির জন্মতারিখ না মিললেও এই লক থেকে আইডি unlock হয়ে যাবে।
সবাইকে ধন্যবাদ। গরিবের ব্লগে আবারও আমন্ত্রণ রইলো। সাথেই থাকুন। ইনশাআল্লাহ নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
1 Comments
This is a very helpful website. We can find our needy post or tips from this site . I think it is essential for us.
ReplyDeleteLenovo Legion Phone Duel