Facebook আইডিতে Follower অপসন চালু করার উপায়



আমরা অনেকেই জানিনা কিভাবে ফেসবুকে Follower অপসন চালু করতে হয়। আমাদের অনেকের দৈনিক অনেক Friend Request আসে কিন্তু Follower অপসন চালু না থাকায় আমরা ফলোয়ার বাড়াইতে পারিনা। চলুন দেখে নেয়া যাক, কিভাবে ফেসবুকে ফলোয়ার অপসন চালু করতে হয়।

প্রথমে আপনার Facebook আইডিতে লগিন করে নিন। এরপর Settings এ যান। অথবা সরাসরি যেতে ক্লিক করুন এখানে

এবার মাঝের দিকে Privacy অপসনে যান। এখানে আপনাকে ২টি কাজ করতে হবে। তা হলো,
  1. Who can send you friend request→ Everyone
  2. Who can see your future posts→ Public

নিচের স্ক্রীনসটের মতো করে এই দুইটি Settings complete করে ফেলুন।
উল্লেখ্য, যাদের আইডিতে বয়স ১৮ হয়নি তারা Public অপসন নাও পেতে পারেন।


এবার Back করে আবার Settings এ যান। এখন একটু নিচের দিকে Public Posts অপসনে যান। এখানে প্রথম অপসনে আপনার একটা কাজ করতে হবে।
  • Who can follow me→ Public

নিচের স্ক্রীনসট ফলো করুন।


এবার প্রোফাইলে প্রবেশ করুন। আপনার আইডির নামের উপর ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করতে পারবেন অথবা সরাসরি যেতে এখানে ক্লিক করুন

এখন Edit Details এ ক্লিক করুন।


মোবাইল ফেসবুক অ্যাপস থেকে করতে চাইলে Edit Features এ ক্লিক করুন। এরপর Edit Intro তে ক্লিক করে ফলোয়ার বাটন সিলেক্ট করুন Save করে দিন। নিচের স্ক্রীনসট ফলো করুন


উপরের সবগুলো কাজ ঠিকঠাক ভাবে সম্পন্ন করুন। এখন থেকে যতো Friend request আসবে সবাই আপনার ফলোয়ার হয়ে যাবে। যদি Accept করেন তাহলে Friend হয়ে যাবে। আর Decline করে দিলে ফলোয়ার হিসাবেই থেকে যাবে।

আরো পড়ুন "Facebook account হ্যাকারের হাত থেকে রক্ষা করতে এই ৮টি Settings অবশ্যই জরুরী"

নিত্যনতুন আপডেট ট্রিকস এবং টেকনোলজি জগতের আপডেট সবার আগে জানতে সাথেই থাকুন। ধন্যবাদ।

Post a Comment

0 Comments